বাংলা ভাবনা- হায়দার চৌধুরী

0
4

বাংলা ভাবনা
“””””””””””””
এম হায়দার চৌধুরী
৮ ফেব্রুয়ারি ২৪
“”””””””””””””””””
বাংলা বলি, বাংলায় চলি, বাংলা মনোহর।
বাংলা আমার প্রাণের ভাষা, বাংলা গুণধর।

বাংলার বুকে বয়ে চলে, পদ্মা মেঘনা যমুনা।
ভাঙ্গা গড়ার দোলাচলে, বাংলা আমার ঠিকানা।

বাংলার মাটি দুর্জয় খাঁটি, নির্মল আকাশ।
বাংলা মাটির সুঘ্রাণে, মাতাল বাতাস।

হাওর-বাওর পাখপাখালি, বাহারি পিঠা-পুলি,
টুনটুনি পাখি, দোয়েল শ্যামা, চিল সোনালী।

সবই এই বাংলার দান, চির অম্লান,
বুক ভরা গভীর ভালোবাসা, হবেনা ম্লান।।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন