বাংলা ভাবনা-২
****************
এম হায়দার চৌধুরী
১০ ফেব্রুয়ারি ২৪
“”””””””””””””””””
বাংলাতে আমি “মাকে” ডাকি, বাবাকেও তা-ই।
মা-বাবার ভালোবাসা, মম ডেডিতে নাই।
আম কাঁঠালে তুষ্ট হই, বেরি চেরীতে না,
জামরুল, পেয়ারা, জাম সুস্বাদু বেদানা।
পিৎজা, পাস্তা, হটডগ বার্গার, কে খায় বারবার,
পিঠা-পুলি, সন্দেস, সুটকী-চিতই সবার।
পুঁটি, পাবদা বোয়াল রুই, কাতলা মৃগেল,
দেশী মাছে বেশি স্বাদ, টুনা মাছও ফেল।
বিদেশী ফুল বেশি সুশ্রী, টিউলিপ অর্কিড লিলি।
আমার প্রিয় বেলি, জুঁই, হাসনাহেনা, শিউলি।
বিশ্বের আছে এভারেস্ট, হিমালয় পর্বত,
আমার আছে বিশ্বসেরা, সমুদ্র সৈকত।
দেশের তরে রক্ত দিতে, সাহসীরা পারে,
ভাষা রক্ষায় সহীদ শুধু, বাঙালির অন্তরে।
*********************************