বাংলা ভাবনা-৫
এম হায়দার চৌধুরী
“”””””””””””””””””
ভাষার মাসে হৃদয়ে ভাসে,
শুধুই বাংলা ভাষা,
বাংলা হোক সবার ভাষা,
এ আমার প্রত্যাশা।
.
বাংলার আকাশে ঘুঘু দেখেছি,
দেখেছি সোনালী চিল
বাংলার মতো নির্মল বায়ু
কোথাও নেই এমন মিল।
.
বাংলার নদী, সুনীল আকাশ
অশান্ত পবন রোদ্র
বাংলার খাল বিল, ঝিলের মতো
নেই কোন সমুদ্র।
.
বাংলা আমার, আমি বাংলার
বাংলা আমার মা।
বাংলা মায়ের মাটি জলে,
সিক্ত আমার গা।
.
বাংলায় বাঁচি বাংলায় মরি,
বাংলা-ই ঠিকানা
বাংলা মায়ের কাদাজলে হোক,
আমার অন্তিম বিছানা।
*********************
১৫ ফেব্রুয়ারি ২৪