বেনাপোলে এওয়ারনেস সেশন অন স্কুল হাইজিন এডুকেশন প্রোগ্রাম আয়োজন

0
3

বেনাপোলে এওয়ারনেস সেশন অন স্কুল হাইজিন এডুকেশন প্রোগ্রাম আয়োজন

তারিখ ৩০/০১/২০২৩রোজ সোমবার
মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধ

বেনাপোল পৌরসভার আলফালাহ ইসলামিক স্কলারস স্কুল কর্তৃক বেনাপোল পৌরসভা ও ঢাকা আহছানিয়া মিশনের সহযোগিতায় ২৯ জানুয়ারী রবিবার আয়োজিত হয় এওয়ারনেস সেশন অন স্কুল হাইজিন এডুকেশন প্রোগ্রাম।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে হাফেজ মাওলানা আমিনুল ইসলাম, মোঃ ওমর ফারুক, মোঃ হাবিবুর রহমান প্রমুখ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। স্কুলের ষষ্ঠ শ্রেণি হতে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। সেশনে ব্যক্তিগত স্বাস্থ্যভ্যাস, স্যানিটেশন ও নিরাপদ পানি ব্যবহার সংক্রান্ত বিষয়ভিত্তিক আলোচনা করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের বেনাপোল ওয়াশ কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক মোঃ ইকবাল হোসাইন। বিভিন্ন ছবি প্রদর্শন ও সাবান দিয়ে হাত ধোয়ার অনুশীলনে সহ-সহায়ক হিসেবে ছিলেন মিশনের বেনাপোল প্রকল্প অফিসের প্রশাসনিক ও হিসাব কর্মকর্তা মোঃ আনিচুর রহমান, কমিউনিটি মোবিলাইজার মমতাজ পারভীন ও মোঃ ইব্রাহীম হোসেন।

আলফালাহ ইসলামিক স্কলারস স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, ব্যক্তিগত হাইজিন প্রমোশন তথা পরিষ্কার পরিচ্ছন্নতা একদিকে ইসলামী জীবন ব্যবস্থার একটি অত্যাবশ্যক বিষয় অন্য দিকে আমাদের সূস্থ্য-সুন্দর জীবন যাপনের জন্য অবশ্যকরণীয়। জীবনঘনিষ্ঠ এ ধরনের একটি অনুষ্ঠান আয়োজনে সহযোগিতার জন্য তিনি ঢাকা আহ্ছানিয়া মিশনকে ধন্যবাদন জানান এবং সেশন থেকে অর্জিত এ শিখন গুলো বাস্তব জীবনের অনুশীলনের জন্য তিনি শিক্ষার্থীদের অনুরোধ করেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন