বেনাপোলে ট্রেনে ছিনতাইয়ের কবলে শিক্ষক-খুঁয়া গেলো জাতীয় পরিচয় পত্র

0
18

বেনাপোলে ট্রেন থেকে জাতীয় পরিচয় পত্র খুয়া, বিপাকে শিক্ষক সুপ্রভাত
মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি

যশোর বেনাপোল রেলস্টেশনে ট্রেন থেকে তার মানিব্যাগে থাকা জাতীয় পরিচয় পত্র হারিয়ে যাওয়ায় বিপাকে পড়েছে সুপ্রভাত চক্রবর্তী নামে এক শিক্ষক।

গতকাল (২৮ জানুয়ারি) সকাল ৯ টার দিকে বেনাপোল রেলস্টেশনে ট্রেন থেকে তার মানিব্যাগটি কে বা কারা তার অগোচরে ছিনিয়ে নেয়।

সুপ্রভাত চক্রবর্তী বলেন, আমি গতকাল ভারত থেকে ফেরার পর বাংলাদেশ ঢুকে বেনাপোল রেলস্টেশনে ট্রেনের টিকিট কাটি। ট্রেনে প্রচুর ভীড়ের মধ্যে আমার মানিব্যাগ পকেটে থেকে কেউ নিয়ে যায়। যার মধ্যে ছিল আমার জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড, নগদ ১৭০০ টাকা, দুটি ছোট চাবি, করোনাটিকা কিউআর কার্ড। আমার মনে হয় যারা আমার মানিব্যাগটি ছিনতাই করে নিয়ে গেছে, তারা আমার ব্যাগ থেকে টাকা নিয়ে আমার স্মার্ট কার্ড ও অন্যান্য কাগজপত্র ফেলে দিবে। তাই যদি কেউ আমার মানিব্যাগ সহ জাতীয় পরিচয় পত্রটি পেয়ে থাকেন, তবে দয়া করে আমাকে ফিরিয়ে দিলে আমি উপকৃত হবো।

আমার মোবাইল নাম্বার:-01761733320
গ্রামঃটাউন নওয়াপাড়া, ফকিরহাট, বাগেরহাট।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন