ব্যাস্ত সময় পার করছেন শায়েস্তাগঞ্জের লেপ-তোষকের কারিগররা

0
29

ব্যাস্ত সময় পার করছেন শায়েস্তাগঞ্জের লেপ-তোষকের কারিগররা

এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ থেকে:: “শীতের পরশে মনের হরষে বিত্তবানরা কিনে বাহারী লেপ কম্বল। বস্তিবাসী ছিন্নমূলদের ছেঁড়া কাঁথাই সম্বল”। সারা দেশের ন্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায়ও শীতের আগমন বার্তা শোনা যাচ্ছে। কাক ডাকা ভোরের আকাশে দেখা যাচ্ছে ঘন কুয়াশার চাদর। পাশাপাশি অনুভূত হচ্ছে শিশির ভেজা দূর্বা ঘাসের শীতল স্পর্শ। তাই চাহিদা অনুযায়ী উপজেলার লোকজন যার যার মত করে লেপ কম্বল ক্রয় করছেন। পাশাপাশি এলাকার বস্তিবাসী ছিন্নমূলরা পুরনো ছেঁড়া কাঁথা রোদে শুকাচ্ছেন। তাই চাহিদা মেটাতে লেপ-তোষক তৈরির কারিগররা ব্যস্ত সময় পাড় করছেন। এরই মধ্যে তাদের তৈরি করা শীত নিবারণ উপকরণ বিক্রি প্রায় শেষের দিকে।

উপজেলার শায়েস্তাগঞ্জ পৌর এলাকার পুরাণবাজারে গিয়ে দেখা যায় কারিগররা লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় পাড় করছেন । শায়েস্তাগঞ্জ পুরাণবাজারের লেপ তোষক ব্যবসায়ী জামাল উদ্দিন বলেন, শীতের শুরুতেই আমরা ব্যস্ত সময় কাটাচ্ছি। হাতে অনেক অর্ডার আছে। ব্যবসায়ীদের তথ্যে জানা যায়, এবছর শিমুল তুলা- কেজি ৬শ টাকা, লেপের তুলা ১০০ থেকে ১২০টাকা, লেপের কাপড় প্রকার ভেদে- ৩০/৪০ টাকা, একটি তোষক- ১২০০ থেকে ১৫০০ টাকা, জাজিমের মূল্য-৩ হাজার ৫শ টাকা দরে বিক্রি হচ্ছে।

দাউদনগর বাজার এলাকার বেডিং এর মালিক আব্দুর রশিদ জানান, শিমুল তুলা- কেজি ৬শ ৬শ ৫০ টাকা, লেপের তুলা ৮০ থেকে ১২০টাকা, লাল শালু ৩৫/৬০ টাকা মিটারে বিক্রি হচ্ছে। লেপ-তোষক তৈরির কারিগররা জানান, এলাকার সচ্ছল ব্যক্তিরা প্রায় প্রতি বছরই নতুন লেপ ক্রয় করেন। শীতের আগেই নতুন লেপ ও তোষকের অর্ডার দেন তারা। এবার অগ্রিম শীত অনুভূত হওয়ায় নতুন লেপ তৈরির পাশাপাশি পুরানো লেপ-তোষক মেরামতের কাজ পুরোদমে চলছে। কারিগররা আরও জানান, নিম্ন আয়ের লোকজন শিমুল তুলা এড়িয়ে চলেন। কারণ শিমুল তুলা দিয়ে তৈরি করা লেপের খরচ অনেক বেশি। এর অর্ধেক দামে গার্মেন্টস তুলায় তৈরি লেপ পাওয়া যায়। সম্প্রতি লক্ষ্য করা যায়, বাজার মহল্লার দোকান ছাড়াও দোকানীরা ফেরিওয়ালার মাধ্যমে গ্রামে, পাড়া-মহল্লায় লেপ-তোষক ইত্যাদি পৌঁছে দিচ্ছেন। এবিষয়ে গ্রামবাসী জানান, তারা সময়ের অভাবে বাজার হাটে যেতে না পারলেও ফেরিওয়ালারা বাড়িবাড়ি গিয়ে লেপ-তুষক বিক্রি করছেন। এতে তাদের অনেক উপকার হচ্ছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন