এম হায়দার চৌধুরীঃ
ভালোবাসা দিবসে পথশিশুদের মধ্যে শায়েস্তাগঞ্জ ব্লাড ডোনেশন সোসাইটির খাবার বিতরণ।। শামছুল আলম রিপন হবিগঞ্জ : ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসে সুবিধাবঞ্চিতদের মাঝে ভালোবাসা দিবস উদযাপন উপলক্ষে খাবার বিতরণ অনুষ্ঠিত হয় ।শায়েস্তাগঞ্জ ব্লাড ডোনেশন সোসাইটি উদ্যোগে মঙ্গলবার বিকেলে পৌরসভা ৩ নং ওয়ার্ড নিজগাঁও এলাকায় পথ শিশু নিকেতন ফাউন্ডেশন এর চেতনায় স্কুলের শতাধিক ছিন্নমূল শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করা হয়। ব্লাড ডোনেশন সোসাইটির উপদেষ্টা শামছুল আলম রিপন এর সভাপতিত্বে প্রতিষ্ঠা পরিচালক সাহাব উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ব্লাড ডোনেশন সোসাইটির প্রধান উপদেষ্টা সাংবাদিক মঈনুল হাসান রতন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ থানার সাবইন্সপেক্টর সঞ্জিত চন্দ্র নাথ, তরুণ সমাজসেবক ক্রীড়া সংগঠক ইমদাদুল হক শীতল, সহকারী পরিচালক মাহফুজুর রহমান,উপপরিচালক নাছির আহমেদ, সংগঠনের সভাপতি হাফেজ আল আমিন ,সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস আহমেদ, সহ সভাপতি রাসেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান তামিম সহ-সাংগঠনিক শুভ শীল,কোষাধক্ষ্য আউলিয়া ডাক্তার সীমা ,ব্লাড ক্যাম্পিং বিষয়ক সম্পাদক বন্যা চৌধুরীপ্রচার সম্পাদক মার্জিয়া মিম, মনিরা আক্তার ঝর্ণা, তারেকুল রহমান, জান্নাতুল ফেরদৌস লাকি প্রমূখ। পাশাপাশি ব্লাড ডোনেশন সোসাইটির কর্মীরা দাউদনগর বাজার এলাকায় শতাধিক রিক্সা শ্রমিকদের মাঝে ভালোবাসা দিবসের উপহার হিসেবে খাবার বিতরণ করে।