ভ্রাম্যমাণ প্রতিনিধি ঢাকা :
১লা জুন রাজধানীর প্রেসক্লাব চত্তরে “ভেজাল খাবারের বিরুদ্ধে ” জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব পরিবার মানববন্ধন করেন। উক্ত মানব্বন্ধনে উপস্থিত ছিলেন কলরবের প্রধান পরিচালক আবু সুফিয়ান, নির্বাহী প্রধান আনোয়ার শাহ,সংগীত পরিচালক শাহজাহানন সিরাজসহ কলরবের সুধী শুভাকাঙ্ক্ষীগন। বক্তারা বলেন,
মৌসুমী ফলে বিষ মিশিয়ে অধিক মুনাফার জন্য এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী জীবন্ত মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে।মৌসুমী ফলে বিভিন্ন কেমিক্যাল ও রাসয়নিক ব্যাবহার করে কাচা আমকে পাকা করে বাজার জাত করে আসছে। যে সকল মৌসুমী ফল খেয়ে মানুষের ক্যানসার হয়। হৃদপিন্ড,লিভার, কিডনি অকেজো হয়ে যায়।ইহা ছাড়া মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যু হয়।মৌসুমী ফলে যারা বিষ মিশিয়ে বিক্রি করেন তাদের শুধু জেল জরিমানা না করে মানুষ খুনি অপরাধী করে আইনের আওতায় বিচার করা হোক। ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করার জন্য ও সুস্থ জাতি গঠনে কঠিন শাস্তির জরুরী প্রয়োজন। মেজিষ্ট্রেডকে আমরা বলবো আপনারা সরকারের সাপোর্ট নিয়ে এদেরকে প্রতিহত করুন যৌথ ভাবে ভ্রাম্যমান আদালত শুধু রমযানে সিমিত না রেখে নিয়মিত অভিযান অব্যাহত রাখার জোড় আহব্বান রাখছি এবং এই অভিযানকে আমরা দেশ বাসির পক্ষে স্বাগত জানাই।