মাগুরায় তাবলিগের ৫ সঙ্গীকে জুস খাইয়ে কয়েক লাখ টাকার মালামাল নিয়ে উধাউ 

0
44

মাগুরা জেলা শহরের ভায়নার মোড় মার্কাজ মসজিদে তাবলিগ জামাতের ৫ জন সঙ্গীকে অচেতন করে জুনায়েদ আহমেদ নামে এক সাথী ভাই নগদ অর্থ, মোবাইল ফোনসহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে উদাও হয়েছে। তার বাড়ি সিলেটে ।

শনিবার (২৬ মে)সকালে অচেতন অবস্থায় ওই সদস্যদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মাগুরা মার্কাজ মসজিদে তাবলিকে আসা সদস্য সাইদুল ইসলাম জানান, শুক্রবার রাতে ঢাকার কাকরাইল মসজিদ থেকে ১৬ জনের একটি দল ৪০ দিনের আল্লাহর রাস্তায় মেহনতের জন্য মাগুরা মার্কাজ মসজিদে আসেন। রাতের খাবার শেষে মসজিদে অধিকাংশরা সাথী ভাই ঘুমিয়ে পড়লেও রাত এগারটার দিকে ওই জামাতের নতুন সঙ্গী জুনায়েদ নামে এক যুবক একটি ফ্রুটো জুসের সঙ্গে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে সুরুজ হোসেন (৬০), জাহাঙ্গীর আলি কিবরিয়া (৩০), মিনহাজ উদ্দিন (২৩), রায়হান (২০) ও সাইফুল মুন্না (২০) নামে ৫ সঙ্গীকে অচেতন করে তাদের নগদ অর্থ ও মালামাল নিয়ে পালিয়ে যায়। শনিবার মধ্যরাতে রোজার সেহরি খেতে ঘুম থেকে উঠলেও তারা ঘুমথেকে না উঠায় সাথী ভাইদের বিষয়টি সন্দেহ হয়। পরে বিষয়টি বুঝতে পেরে ভোরে অচেতন অবস্থায় ৫ জনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াস হোসেন জানান, খবর পেয়ে আমারা সাথে সাথে লোক পাঠিয়েছি। অভিযুক্ত যুবককে আটক করতে সম্ভাব্য সকল স্থানে তল্লাশি চালানো হচ্ছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন