মাধবপুরে বখাটের অপমান সইতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা

0
7

মাধবপুরে অপমান সইতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুরে বখাটে কর্তৃক অপমান সইতে না পেরে মাসুমা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। শনিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাসুমা মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের মরতুজ আলীর মেয়ে ও আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ
বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

মাসুমার মামাতো ভাই শেখ ইমন জানান, শুক্রবার বিকেলে মাসুমা আন্দিউড়া প্রাথমিক বিদ্যালয়ে কিশোরী ক্লাবে গান শিখতে যায়। এ সময় আন্দিউড়া গ্রামের নয়ন মিয়া ও কয়েকজন বখাটেসহ বিদ্যালয়ের কক্ষে প্রবেশ করে মাসুমাকে শারীরিক নির্যাতন করে। এক পর্যায়ে তারা মাসুমাকে তুলে
নেওয়ার চেষ্টা করে। এ ঘটনার পর স্কুল থেকে ফেরার পথে রাস্তায় আবারও মাসুমার হাত ধরে
টানাটানি করে ওই বখাটেরা।
এ ব্যাপারে মাসুমার মা মাসকুরা জানান, প্রায় এক বছর ধরে বখাটে নয়ন তার বন্ধুদের নিয়ে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে মাসুমাকে উত্যক্ত করে আসছে।তাদের অভিভাবকের কাছে বিচার দিয়েও
কোন লাভ হয়নি। শুক্রবার বিকেলে স্কুল থেকে ফিরে
বখাটেদের অপমান সইতে না পেরে সকলের অগোচরে মাসুমা বিষ পান করে। পরে হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
মাসুমার বাবা মরতুজ আলী জানান, মাসুমাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে
নিয়ে গেলে শনিবার ভোর রাতে তার মৃত্যু হয়। মেয়ের এ পরিণতির জন্য তিনি নয়নসহ দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযোগ পেলে পুলিশ দায়ীদের
বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেবে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন