রম্য গল্পঃ- রিক্সাওয়লার ভাড়া সমাচার । লেখকঃ সেলিনা জাহান প্রিয়া ।

0
199

জি নিউজ বিনোদন ডেস্কঃ রিক্সা চালক কে এক ভদ্রলোক বলল এই ভাই যাবেন । সেগুন বাগিচা ।

রিক্সাওয়ালা বলল – ভাই যাবার জন্যই তো বসে আছি ।
ভাড়া কত জিজ্ঞাস করতেই রিক্সাওয়ালা বলল – ভাই বেকার হলে
ভাড়া ২০ , সরকারী চাকুরী জীবী হলে , ৬০ টাকা , বেসরকারি হলে ৪০ টাকা আর ব্যাংকার হলে ৫০ টাকা । ডাক্তার হলে ৭০ টাকা উকিল ১৫ টাকা আর পুলিশ হলে যা খুশি মামা দিয়েন ।
ভদ্রলোক বাহ দারুন আমি কিন্তু সাংবাদিক । রিক্সাওয়ালা হেসে বলল সাদা উঠেন আর হলুদ হলে নামেন ।
এখন ভদ্রলোক বলল আর যদি শিক্ষক হয়ই কত । রিক্সা ওয়ালা হেসে বলল শিক্ষক আর শিক্ষা দারুন ব্যবসা ক্লাস ফাঁকি দিয়ে শুধু কোচিং খেলা দিয়েন স্যার ৫৫ টাকা ।
রিক্সায় উঠিয়া ভদ্রলোক এই ভাড়ার ব্যাখ্যা চাইল ।
রিক্সাওয়ালা একটা হাসি দিয়ে বলল- বেকার জীবন ঘরে বাইরে অসান্তি । সবার কাজ করে শুনতে হয় – কাজ কর কি ? তার কাছে ন্যায্য ভাড়া সময়ের দাবী । সরকারী চাকুরী বেতনের সাথে উপরী ফ্রি তাই একটু আগলা দাবী । বেসরকারি হলে ভাবের জন্য একটু বেশী আর কি ? বেতন তো বেশী ফিটফাট বেশী তাই একটু নেই বেশী । ব্যাংকার হলে ফ্রি খায় বেতন বেশী ভাব বেশী তেলের মাথায় তেল দেয় বেশী তাই ভাড়া সুদে আসলে একটু বেশী । ডাক্তার হলে তো দারুন খুশি – টেস্ট বানিজ্য , মেডিসিন কমিশন, রুগী দেখে হাসপাতালের নাম বেঁচে ইনকাম ভাল । তাই একটু বেশী । উকিল বড় ফাজিল কোন প্যাচে কবে লাগে কাজে তাই একটু খাতির রাখি উকিল স্যারের সাথে । পুলিশ হলে লাঠির বাড়ি মাঝে মাঝে খাই ফ্রি তাই দিয়েন যা খুশি । মাস্টার হলে একটু আদব করে দেই ফাঁকি স্যার মানুষ লজ্জায় দেই বেশী ।
ভদ্রলোক বাহ বাহ দারুন দেখি । সাংবাদিক হলে কর কি ? সাদা হলে সম্মান করি দাম দর করে তুলি । হলুদ হলে সালাম দেই বলে স্যার যাব না । এই হলুদের জন্য স্যার সমাজের যত দুর্গতি ।
আচ্ছা নায়ক নায়িকা গায়ক গায়িকা হলে কর কি ?
রিক্সাওয়ালা হাসিয়া বলল স্যার তাতের তুলে মনে মনে হাসি ভাড়া নিয়ে ভাবী না একটু প্রশংসা করলেই ভাড়া দেয় বেশী ।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন