ঢাকা: রাজধানীর ওয়ারী এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, নিম্নমানের বয়লার উৎপাদন, মজুদ ও বিক্রি করায় র্যাবের ভ্রাম্যমাণ আদালতে ২২,৭৫,০০০ টাকা জরিমানা ও ০৩ প্রতিষ্ঠান সিলগালা ।
গত ২৪ জানুয়ারি বেলা ১২ টা হতে রাত ৮টা পর্যন্ত র্যাব সদর দপ্তর এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সারোয়ার আলম এর পরিচালনায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর ওয়ারী থানা এলাকায় মোবাইল কোর্ট কার্যক্রম সম্পন্ন করে।
এসময় ভ্রাম্যমাণ আদালত রাজধানীর ওয়ারী এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, নিম্নমানের বয়লার ও নকল এরাল্ডাইট গ্লু উৎপাদন, মজুদ ও বিক্রি করায় ০৭টি প্রতিষ্ঠানকে মোট নগদ- ২২,৭৫,০০০ (বাইশ লক্ষ পঁচাত্তর হাজার) টাকা জরিমানা ও ০১ জনকে ০৬ মাসের কারাদন্ড প্রদান করেন।
এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত মোবাইল কোর্টে প্রায় ৫২,০০,০০০ (বায়ান্ন লক্ষ) টাকা মূল্যের ৪৫০ অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ৫৫০ পিস ভালভ ও ১২১ পিস বয়লার জব্দ করা হয় এবং ০৩ (চার) টি কারখানা সিলগালা করা হয়।