ঢাকার হাজারীবাগের গণকটুলিতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। এসময় ঘটনা স্থল থেকে ৯ জন নারীসহ ৭৯ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৭ মে) সকালে একজন ডেপুটি পুলিশ কমিশনারের নেতৃত্বে গণকটুলির বিভিন্ন বাসাবাড়ি ও দোকানপাটে অভিযান শুরু করে কয়েকশ’ পুলিশ সদস্য। পুলিশ ওই এলাকায় একটি মদের কারখানার সন্ধান পেয়েছে।ওই এলাকার সুইপার কলোনিতে নিয়মিত মাদক ব্যবসা ও বিক্রি হয় বলে পুলিশের কাছে তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করার পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।