কাপাসিয়া ( গাজীপুর): গাজীপুরের কাপাসিয়ায় শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজে বৃহস্পতিবার ছাত্রলীগের উদ্যোগে মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ডাকা হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিক্ষোভ সমাবেশে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মো: সিরাজুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির অবৈধ হরতালকে প্রত্যাখান করার জন্য। তিনি আরও বলেন,আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য। এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন, শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম প্রমুখ।