শায়েস্তাগঞ্জের ইউপি নির্বাচনে বেলাল ও জজ মিয়া বিজয়ী
এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ও ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের নিবার্চন অবাধ ও সুষ্ঠভাবে সম্পন হয়েছে। নিবার্চনে নুরপুর ইউনিয়নে গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল ও ব্রাহ্মণডুরায় হোসাইন মোঃ আদিল (জজ মিয়া) বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমএ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
রিটানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নুরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি (স্বতন্ত্র প্রার্থী) গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল আনারস প্রতীকে (৪,৮৩২) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ সেবন মিয়া নৌকা প্রতীকে পেয়েছেন (৪,৪০৪) ভোট। লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী এস এম হেলাল পেয়েছেন ৪৩২ ভোট।
অপরদিকে, ব্রাহ্মণডুরা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান হোসাইন মোঃ, আদিল জজ মিয়া নৌকা প্রতীক নিয়ে ( ৩,০২৭) ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম রানু মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন (২,৪৬০) ভোট।
চশমা প্রতীকে জাহাঙ্গীর মিয়া চৌধুরী পেয়েছেন (১,৪৬৮) ভোট।
রিটানিং কর্মকর্তা ও শায়েস্তাগঞ্জ উপজেলা নিবার্চন অফিসার ও মুহাম্মদ মনিরুজ্জামান রাত ৯ টায় এ ফলাফল ঘোষণা করেন।