শায়েস্তাগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার!
হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রিয়াজুল ইসলাম (৩০) কে শায়েস্তাগঞ্জ রেল স্টেশন এলাকা থেকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার বিকালে তাকে আদালতে হাজির করা হয়েছে। আটক ডাকাত ১৬৪ ধারায় আদালতে স্বীকারােক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে।
জানা যায়, সােমবার বিকালে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাসুক আলীর নির্দেশে পুলিশ পরিদর্শক (অপারেশন) দিলীপ কান্ত নাথসহ একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার স্বীকারােক্তি মতে লঙ্করপুরের ভাড়া বাসা থেকে ডাকাতির লুন্ঠিত মােবাইল ফোন, বিদেশী কম্বল, কসমেটিকসহ মালামাল উদ্ধার করা হয়।
এ বিষয়ে ওসি মাসুক আলী জানান, গত ২৪ জানুয়ারি সিলেট জেলার কানাইঘাট থানার সৌদি প্রবাসী আব্দুল আজিজ ঢাকা থেকে বাড়ি ফেরার জন্য
মাইক্রোযোেগে রওয়ানা দেন। রাত ৩টার দিকে নবীগঞ্জ থানার পানি উমদা এলাকায় মাইক্রোবাস আটক করে একদল ডাকাত তার মুখ ক্সচটেপ দিয়ে বেঁধে গাড়িতে থাকা মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। আব্দুল আজিজ এ বিষয়ে নবীগঞ্জ থানায় মামলা করলে তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় রিয়াজসহ অজ্ঞাত ডাকাতদল এ ঘটনা ঘটিয়েছে। এর
প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।