শায়েস্তাগঞ্জে কনকনে শীতে সবজির দামে উত্তাপ

0
2

শায়েস্তাগঞ্জে কনকনে শীতে সবজির দামে উত্তাপ!

এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ থেকে:: সারাদেশের মতো হবিগঞ্জের শায়েস্তাগঞ্জেও কনকনে শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রার এমন বৈরী আচরণ থমকে দিয়েছে জীবনযাত্রা। শীতকালীন শাক সবজির ভর মৌসুমেও উত্তাপ ছড়াচ্ছে শীতকালীন সবজির দাম। সব ধরনের মৌসুমী শাক-সবজিতে বাজার সয়লাব হলেও দামের বেলায় অনমনীয়। স্থানীয় খামারিদের উৎপাদিত ও বিভিন্ন স্থান থেকে সরবরাহকৃত শাক-সবজিতে ভরপুর বাজার। তারপরও দাম কমাতে নারাজ ব্যবসায়ী সিন্ডিকেট।
শায়েস্তাগঞ্জ উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, সবজির দোকানগুলো মৌসুমী শাক-সবজিতে ভরপুর। ক্রেতারা সবজি কিনছেন যার যার সঙ্গতি অনুযায়ী। পৌর এলাকার আলীগঞ্জ বাজারের সবজি বিক্রেতা মোঃ লিটন মিয়ার সাথে আলাপ করে জানা যায়, অত্যাবশ্যকীয় ও সারাবছর পাওয়া যায় আলুর দাম ৫০ টাকায় এসে থেমে আছে। শীতকালীন সবজির দাম এসময়ে সর্বনিম্ন থাকার কথা। কিন্তু ভরা মৌসুমেও শীতকালীন শাক-সবজির দাম উত্তাপ ছড়াচ্ছে বাজারে।
জানা গেছে, কাঁচামরিচের কেজি ১৫০ টকায় এসে ঠাঁয় দাঁড়িয়ে আছে। খুচরা বাজারে ফুলকপি ও বাঁধাকপি ৫০-৬০ টাকা কেজি, সীম প্রকার ভেদে ৭০-৮০ টাকা কেজি, গাজর ৮০ টাকা কেজি, মুলা আকার ভেদে ১৫-৩০ টাকা হালিতে বিক্রি হচ্ছে। খিরা লাউ ৭০-১ শ টাকা পিস, লাল শাক ৪০ টাকা কেজি। তাছাড়া পেঁয়াজকলি ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এ সবজিটি এখন ২০-২৫ টাকা কেজি দাম থাকার কথা।
ক্রেতা মামুন মিয়া জানান, বাড়ি থেকে যে হিসেব করে বাজারে আসি সে হিসাব আর মিলাতে পারি না। প্রতিদিন কোন না কোন ভোজ্যপণ্যের দাম বাড়ে। এসময়ে শীতকালীন শাক-সবজির দাম সর্বনিম্ন থাকার কথা, কিন্তু বাজারে গেলে দেখি সবজির দামে আগুন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন