শায়েস্তাগঞ্জে খেলাফত মজলিসের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে খেলাফত মজলিস শায়েস্তাগঞ্জ পৌর শাখার উদ্যোগে শীতার্ত নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেল ৪টায় দাউদনগর শাহী মসজিদ প্রাঙ্গণে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নেতা এম হায়দার চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জ পৌর শাখার সভাপতি সৈয়দ হাবিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক এড. সরওয়ার রহমান চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুফতি আমিনুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ পৌর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওঃ নোমান আহমদ, বাইতুলমাল সম্পাদক মোঃ বেলাল মিয়া প্রমুখ।