শায়েস্তাগঞ্জে ত্রুটিপূর্ণ যানবাহনে প্রশাসনের জরিমানা

0
10

শায়েস্তাগঞ্জে ত্রুটিপূর্ণ যানবাহনে প্রশাসনের জরিমানা

এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ত্রুটিপূর্ণ ১৫টি যানবাহনকে ৭ হাজার ৬শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় এ অভিযান চালানো হয়।
জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম শায়েস্তাগঞ্জ পৌর শহরে বিএডিসি সার গুদাম গেইটের সামনে এক অভিযান
পরিচালনা করেন। অভিযানকালে ওই সড়ক দিয়ে চলাচলকারী অটোরিক্সা (সিএনজি) ও মোটর সাইকেলসহ ১৫টি যানবাহনের কাগজপত্রে ত্রুটি পাওয়ায় যায়। পরে ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়ে ৭হাজার ৬শ’ টাকা জরিমানা করা
হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা পরিষদের সিএ মোঃ সাইফুল ইসলাম ও শায়েস্তাগঞ্জ
থানা পুলিশের একটি টিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম জানান, এ অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন