শায়েস্তাগঞ্জে বিলাসী সবজির তালিকায় আলু!।
এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ থেকে:: একাধিক নিম্নচাপের কারণে সারাদেশেই শীতের আগমন কিছুটা বিলম্বিত হচ্ছে। এর প্রভাব হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায়ও পড়েছে। শীতের আগমন বিলম্বিত হলেও শীতকালীন শাক-সবজির আমদানি স্বাভাবিক নিয়মেই হচ্ছে। তবে শীত মৌসুমের শাক-সবজি দামে উত্তাপ ছড়াচ্ছে বাজারে। সব ধরনের মৌসুমী শাক-সবজিতে বাজার সয়লাব হলেও দামের বেলায় বিক্রেতারা অনমনীয়। আশপাশের খামারিদের উৎপাদিত ও বিভিন্ন স্থান থেকে সরবরাহকৃত বাহারি শাক-সবজিতে ভরপুর উপজেলার বাজারগুলো। তারপরও দাম কমাতে নারাজ ব্যবসায়ী সিন্ডিকেট।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বেশ কয়েকটি বাজার সরজমিনে ঘুরে দেখা যায়, শাক-সবজির দোকানগুলো শীতকালীন বিভিন্ন প্রকার শাক-সবজিতে ভরপুর। ক্রেতারা সবজি কিনছেন যার যার আর্থিক সঙ্গতি অনুযায়ী। দ্রব্যমূল্য বিষয়ে বাজারের বিক্রেতা ও ক্রেতাসাধারণের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। শাক-সবজি বিক্রেতারা জানান, তারা প্রতিদিনই উদ্বিগ্ন থাকেন শাক-সবজির দাম নিয়ে।
শায়েস্তাগঞ্জ পৌরসভার আলীগঞ্জ বাজারের সবজি বিক্রেতা মোঃ আকল মিয়ার সাথে কথা বলে জানা যায়, গরীবের বন্ধু ও সহজলভ্য সবজি আলু, ইতোমধ্যেই বিলাসী সবজির তালিকায় নাম লিখিয়েছে। সারাবছরই পাওয়া যায় অতি সাধারণ আলুর কেজি খুচরা ৭৫ টাকায় এসে ঠেকেছে। ভরা মৌসুমেও শীতকালীন শাক-সবজির দাম উত্তাপ ছড়াচ্ছে বাজারে।
জানা গেছে, কাঁচামরিচের কেজি ২০০ টকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে ফুলকপি ও বাঁধাকপি ৮০ থেকে ১০০ টাকা কেজি, সীম ১০০ থেকে ১৩০ টাকা কেজি, গাজর ১০০ টাকা কেজি, মুলা আকার ভেদে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। শশা ৬০ টাকা কেজি, লাউ ৭০-১০০ টাকা পিস, লাল শাক ও পুঁইশাক ৪০ টাকা কেজি। বেগুন ৮০ টাকা, কচুর মুখী ৮০ টাকা ও টমেটো ১০০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
পুরানবাজারের ক্রেতা মাসুম মিয়া জানান, আগে একটি কথা শুনেছি “নুন আনতে পান্তা ফুরায়” এখন দেখি “বাজারে গেলে হুঁশ হারায়। বাড়ি থেকে যে পরিকল্পনা নিয়ে বাজারে আসি সে হিসাব আর মিলাতে পারি না। এসময়ে শীতকালীন শাক-সবজির দাম সহনীয় পর্যায়ে থাকার কথা, কিন্তু বাজারে গেলে দেখি সবজির দামে আগুন। আর্থিক সঙ্গতি ও বাস্তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হিসাব মিলাতে হিমশিম খেতে হচ্ছে। বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সর্বস্তরের মানুষের দাবী, এ বিষয়ে কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।