শায়েস্তাগঞ্জে শীলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
এম হায়দার চৌধুরী,শায়েস্তাগঞ্জ থেকে::হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বজ্রপাতসহ শীলা বৃষ্টিতে ফলজবৃক্ষ ও মাঠের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল সোয়া পাঁচটায় এ ঘটনা ঘটেছে।
জানা যায়, গতকাল বিকেলে হঠাৎ করে শায়েস্তাগঞ্জ উপজেলায় আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই এ বৃষ্টি বজ্রপাতসহ শীলা বৃষ্টিতে রূপ নেয়। প্রায় ৪০ মিনিট যাবত চলা এ শীলা তান্ডবে ফলজ বৃক্ষ, মাঠের ধানসহ ঘরবাড়ির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
বিশেষকরে শীলা বৃষ্টিতে উপজেলার জমির ধানগাছ মাটির সাথে মিশে গিয়েছে এবং জনসাধারণের টিনের চাল ঝাঁঝরা হয়ে গিয়েছে। এ ঘটনায় বৃষ্টির পানিতে ভিজে ঘরের মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়েছে। মাঠের ধান, শাক-সবজি, টিনের চাল ও গাছের ডাল কোনো কিছুই রক্ষা পায়নি এ শীলা বৃষ্টির তান্ডব থেকে।
পঞ্চাশোর্ধ বয়সের রজব আলী জানান, উনার জীবনে এমন শীলা বৃষ্টি কখনো দেখেননি। উনার কাছে এ ঘটনা অস্বাভাবিক মনে হয়েছে। জনৈক জুলেখা খাতুন জানান, তিনি কোনরকমে একটি টিনের ঘরে বসবাস করতেন এ শীলা বৃষ্টিতে উনার ঘরের চালখানি ফুটু হয়ে পানি পড়ছে।