শায়েস্তাগঞ্জে চিকিৎসকদের মানববন্ধন
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর ও চিকিৎসকের উপর হামলার অভিযোগের বিচার চেয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে চিকিৎসকরা এ মানববন্ধন করেন।এতে বক্তব্য রেখেছেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, ডাঃ বিশ্বজিৎ রায়, ডাঃ হাবিব উল্লা, ডাঃ ফারহানা ইসলাম প্রমুখ। আন্দোলনকারীরা জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর ও চিকিৎসকের উপর হামলার অভিযোগের তীব্র নিন্দা জানান।
এছাড়া দোষীদের শিগগির গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
প্রসঙ্গত, গত শনিবার সিলেটের জৈন্তাপুরে গাড়ি খাদে পড়ে চার ছাত্রলীগ কর্মীর মৃত্যুর পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর চালায় তাদের অনুসারীরা। এছাড়া স্বাস্থ্য কর্মকর্তার সরকারি গাড়ি পুড়িয়ে দেওয়াসহ অ্যাম্বুলেন্স এবং জানালার কাচ ভাঙা হয়।