শায়েস্তাগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

0
3

শায়েস্তাগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অস্ত্রসহ নূরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সালমান তালুকদার জুনায়েদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুনায়েদ একই উপজেলার পুরাসুন্দা গ্রামের টেনু মিয়ার ছেলে। তিনি নূরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ-দেউন্দি রোড সংলগ্ন একটি হোটেলের সামনে পুলিশ তাকে আটকের চেষ্টা করে। এসময় সে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ তাকে আটক করে। পরে তার কাছ থেকে একটি ছুরা (ডেগার) উদ্ধার করা হয়।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন