শায়েস্তাগঞ্জে হাইওয়ে পুলিশের অভিযানে ১৫টি যানবাহন আটক
এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মইনুল হাসান ভূইয়ার নেতৃত্বে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ঝটিকা অভিযান শুরু হয়েছে। শুক্রবার ৩০ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা অমান্য করে সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা ইত্যাদি বেপরোয়া গতিতে চলাচল করছে। এর ফলে প্রায়ই ঘটছে দূর্ঘটনা। বারবার নিষেধ করার পরও কেউ আমলে নিচ্ছে না। এ প্রেক্ষিতে শুক্রবার দিনব্যাপী মহাসড়কের বড়চর, শায়েস্তাগঞ্জ, বাহুবলসহ বিভিন্ন এলাকায় ওসি মইনুল হাসান ভূইয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। এ সময় কাগজপত্র বিহীন ১১টি সিএনজি অটোরিকশা, ৪টি অটোরিকশা ও একটি মোটর সাইকেল আটক করা হয়। তাছাড়া সকল চালককে সতর্কতার সাথে যানবাহন চালানোর নির্দেশনা দেয়া হয়। আটক যানবাহনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দেয়া হয়। ওসি জানান, ছোট ছোট যানবাহনের কারনে মহাসড়কে যানজট সৃষ্টি হয় এবং বড় ধরণের দূর্ঘটনা ঘটে। এধরনের অভিযান নিয়মিত চালু থাকবে।