শেরপুরের নালিতাবাড়ীতে ১০২ বোতল বিদেশী মদ সহ গ্রেপ্তার ১।
মোঃজিয়াউল হক, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ১০২ বোতল আমদানী নিষিদ্ধ বিদেশী মদসহ
মো. হাবি হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গ্রেপ্তারকৃত যুবক নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া গ্রামের
মো. হেলাল মিয়ার ছেলে। বুধবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪, জামালপুর এর প্রেস বিফ্রিং সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে র্যাবের একটি চৌকস দল নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া বাজারের বুধবার রাত ১২টা ৪৫ মিনিটের সময় অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ বিদেশী ১০২ বোতল মদসহ তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য ৫১হাজার টাকা। গ্রেপ্তারকৃত আসামী মো. হাবি হোসেনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।