মোঃ জিয়াউল হক, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে বন্যার পানিতে ডুবে নিখোঁজের ১৫ ঘণ্টা পর দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার সকালে পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের বাগেরভিটার শেখ কাদের আলীর ছেলে আবুল কালাম (৩৩) ও ঝিনাইগাতী উপজেলা সদরের বৈরাগীপাড়ার মৃত নাফাজ উদ্দিনের ছেলে আশরাফ আলী (৬০)।
জানায় যায় শুক্রবার বিকেল ৫টার দিকে বৈরাগীপাড়া গ্রামের কৃষক আশরাফ আলী বন্যার
পানিতে পড়ে যান। পরে শনিবার সকাল ৬টায় স্থানীয় লোকজন আশরাফ আলীর
লাশ পানিতে ভাসতে দেখে।
অপরজন রাজমিস্ত্রি আবুল কালাম বিকেল সাড়ে
৫টার দিকে বন্যার পানিতে হাঁস ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন। শনিবার সকাল ৬টার দিকে স্বজনরা আবুল কালামের লাশ পানিতে
ভাসতে দেখে তাকে উদ্ধার করে।
শুক্রবার ফায়ার সার্ভিসের কর্মীরা, এলাকাবাসী ও পরিবারের সদস্যরা নিখোঁজদের উদ্ধারে অভিযান চালালেও রাত ৮টা পর্যন্ত তাদের কোন সন্ধান না পাওয়ায় অভিযান স্থগিত করা হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।