শেরপুরে মানবাধিকার সংস্থা ‘আমাদের আইন’ এর ইফতার
মোঃজিয়াউল হক ,শেরপুর প্রতিনিধি :
শেরপুরে মানবাধিকার সংস্থা ‘আমাদের আইন’ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শেরপুর সদর উপজেলা কমিটির আয়োজনে ১৬মার্চ শনিবার শহরের নিউমার্কেটস্থ নিজস্ব কার্যালয়ে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই বাজিতখিলা ইউনিয়নের সাবেক প্রধান উপদেষ্টা ইউপি চেয়ারম্যান মরহুম আমির আলী সরকার, সদর উপজেলার সাবেক সভাপতি মরহুম মনিরুজ্জামান মনির,গাজীর খামার ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আবু সাঈদ এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা কমিটির সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে এতে আলোচনায় অংশগ্রহণ করেন, জেলা কমিটির চেয়ারম্যান নূর ই আলম চঞ্চল, সাধারণ সম্পাদক নাজমুল আলম, কো-চেয়ারম্যান এড. নূরুল ইসলাম তালুকদার, সদর উপজেলার সাধারণ সম্পাদক জাকির হোসেন মিন্টু, ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি মো.নমশের আলম,আমাদের আইন এর ঝিনাইগাতী উপজেলার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,নালিতাবাড়ী উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল হান্নান প্রমুখ।