শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে আ’লীগ নেতার বাসায় গুলি ও পেট্রোল ঢেলে আগুন দিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা।
শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূরে অলম মোল্লার বাড়িতে সোমমবার গভীর রাতে গুলিবর্ষণ ও পেট্রোল ঢেলে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।অজ্ঞাত সন্ত্রাসীরা রাত তিনটার দিকে ওই নেতার বাড়িতে নয় রাওন্ড গুলি বর্ষণ। বারান্দার ভেতর পেট্রোল ছিটিয়ে আগ্নি সংযোগ করে।
মো.নূরে আলম মোল্লা শ্রীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিন ভাংনাহাটি গ্রামের মৃত তফিল উদ্দিন মোল্লার ছেলে। গুলির আঘাতে একটি কাঁচের দরজা,বারান্দার গ্রিল ও ঘরের দেয়ালে ফোটো হয়ে যায়। আগুনে বারান্দায় থাকা আসবাপত্র পুড়ে গেছে। একই সাথে কয়েকটি খাচায় থাকা পাখি পুড়ে মারা গেছে। গুলির শব্দ ও ডাকচিৎকার শুনে আশ পাশের লোকজ এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোক জন এসে আগুন নেভায়।
নূরে আলম মোল্লা জানান, সোমবার রাত বারোটা ১৮ মিনিটের সময় একটি গ্রামীন মোবাইল ফেনের নম্বর থেকে আক্তার খান পরিচয় দিয়ে আমার বাড়ি আসতে চায়। আমি তাকে সকালে আসতে বলি। ওই ব্যক্তি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মেরে ফেলার হুমকি দেয়।রাত তিনটার দিকে দুইটি মোটর সাইকেলে পাঁচ জন ব্যক্তি এসে আমার গেইটে একটি গুলি করে। শব্দ শুনে ঘর থেকে বের হতে চাইলে আরো দুইটি গুলি করে। আমি অন্য গেইট দিয়ে বের হতে চাইলে সন্ত্রাসীরা ওই গেটে পরপর আরো ছয়টি গুলি করে। এ সময় সন্ত্রাসীরা বাহির থেকে আমার ঘরের বারান্দর ভেতর পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। সস্ত্রাসীদের গুলিতে আমার ঘরের একটি কাঁচের দরজা ও বারান্দার গ্রিলে ফোটো হয়ে যায়। একাধিক গুলি ঘরের দেয়ালে লেগে গর্ত হয়। আগুনে বারান্দায় থাকা চেয়ার টেবিল ও বেশ কিছু পাখি পুড়ে গেছে। এসময় স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা এসে আগুন নেভাতে সক্ষম হয়। আমি জাতীয় জরুরী পরিসেবার নম্বর ৯৯৯ এ ফোন করে সহায়তা চাই। রাত চারটার দিকে শ্রীপুর থানা উপ-পরিদর্শক আবু রায়হান ঘটনাস্থলে আসেন। এসময় তিনি ঘটনাস্থল থেকে গুলির আলামত উদ্ধার করে।
এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক (ওসি) মো. শাহ্ জামান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়। সেখান থেকে গুলির আলামত উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্ত চলছে। অস্ত্রধারী দের ধরতে পুলিশের অভিযান চলমান আছে।