শ্রীপুরে ডিস ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ

0
6

গাজীপুর প্রতিনিধি-
গাজীপুরের শ্রীপুরে বাড়ি থেকে কাজের কথা বলে ডেকে নিয়ে এক ক্যাবল অপারেটরকে রশি দিয়ে বেধে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী যুবক শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গত ১৮ নভেম্বর বিকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী যুবক হিমেল (২২) শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মো. আক্তার হোসেনের ছেলে।

অভিযুক্তরা হলেন, একই গ্রামের সাইদুল ইসলাম (৫২), আব্দুস সাত্তার (৪৫), সুলতান উদ্দিন (৪৪), সিদ্দিক (৩৫), মোস্তফা (৬০) ও জিসান (২৬)।

ভুক্তভোগী ক্যাবল অপারেটর হিমেল বলেন, অভিযুক্তরা কাজের কথা বলে আমাকে বাসা থেকে ডেকে নেয়। এরপর টেপিরবাড়ি এলাকার টেপিরবাড়ি গ্রামের কারী মার্কেটে নিয়ে রশি দিয়ে চেয়ারের সঙ্গে বেধে দেশীয় অস্ত্র দিয়ে শারীরিক নির্যাতন করে। ওদের আঘাতের কারণে অজ্ঞান হয়ে গেলে পানি ঢেলে আবারও নির্যাতন চালায়। কি কারণে ওরা আমাকে ডেকে নিয়ে মারধর করছে এবিষয়ে আমি কিছুই জানি না। খবর পেয়ে আমার স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ন্যায় বিচার পেতে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করছি।

এ ব্যাপারে অভিযুক্ত সাইদুল ইসলাম বলেন, বাড়ি থেকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমি তাকে ডেকে আনছি, কিন্তু কোন মারধর বা নির্যানতের কোন ঘটনা ঘটেনি।এটা আমার বিরুদ্ধে সাজানো চক্রান্ত।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন