শ্রীপুরে নদী দখলের অভিযোগে আটক-২

0
110

গাজীপুর শ্রীপুরে নদী দখলের অভিযোগে আটক-২

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামের তালতলা এলাকায় শীতলক্ষার নদী থেকে বালি উত্তোলন এবং নদী ভরাট পূর্বক জবরদখলের অভিযোগে দুই জনকে আটক এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আটক কৃত ১জন আকিজ গ্রুপের কার্মচারী এবং অপর জন বালি ভরাট কাজের শ্রমিক।

আজ ২৩ ফেব্রুয়ারী বৃহসপতিবার এই ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, আকিজ গ্রুপের পক্ষে শেখ বসির উদ্দিন সম্প্রতি ঘটনাস্থলে কিছু জমি কিনে ভরাট কাজ শুরু করেন, কিন্তু ক্রয়কৃত জমি থেকে আশপাশের কৃষকদের অতিরিক্ত জমিও বালু ফেলে ভরাট করে জবরদখল করে মর্মে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করে স্থানীয় কৃষকরা।
অন্য দিকে সিএস ও এসএ রেকর্ডীয় শীতলক্ষার নদীর সীমানা অতিক্রম করে নদীর বেশ কিছু তীর দখলের উদ্দেশ্যে ভরাট কাজ করে স্থানীয় জামসেদ, মুরশেদের নেতৃত্বে একদল ভূমি দস্যু। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তথ্য সংগ্রহে গেলে জামশেদের নেতৃত্বে একদল ভূমি দস্যু সংবাদ কর্মীদের উপরও চড়াও হয়, খবর পেয়ে প্রশাসনের লোকজন ঘটনা স্থলে পৌঁছলে একপর্যায়ে দখল কারীরা পালিয়ে যায় এবং গণমাধ্যম কর্মীরা সংবাদ প্রকাশ করে।
গণমাধ্যম কর্মীদের সংবাদ প্রকাশের প্রেক্ষিতে শ্রীপুর উপজেলা প্রশাসন ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ জনকে আটক করে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগন ব্যবস্থা গ্রহন করে।

আটক দুই ব্যক্তি হলেন নরসিংদী জেলার পলাশ উপজেলার কাঁঠালিয়াপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. হাকিম (৩২) এবং কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে রিয়াদ (২৮)। হাকিম একটি বেসরকারি প্রতিষ্ঠানের সাইড ইঞ্জিনিয়ার পদে কর্মরত রয়েছেন। অন্যদিকে রিয়াদ ড্রেজারের চালক।

গতকাল ২২ ফেব্রুয়ারী বুধবার স্থানীয় তহসিল অফিস ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে ভরাটকৃত জায়গা খালি করার নির্দেশ দেন। তহসিলদার জানান, সিএস রেকর্ডমূলে নদী দখল হয়েছে তবে আর এস রেকর্ডমূলে জমি দখল হয়নি। কিন্তু নদী আইন ২০১৩ লংঘন করে নদী দখল করেছে এটা সত্য বলে জানান তিনি

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন