গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বিএনপির বিরূদ্ধে অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন উপজেলা বিএনপির সভাপতি মাে: শাহজাহান ফকির।বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শাহজাহান ফকির বলেন, পারিবারিক বিষয় রাজনীতিতে জড়িয়ে আমার ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে একটি মহল। পারিবারিক বণ্টনমূলে আমরা একটা জমি ভোগদখলে রয়েছি। মালিকানা না থাকলেও প্রায় দেড় মাস আগে সেখান থেকে ১৩ শতাংশ জমি নামজারি করে ফেলে মোস্তফা। বিষয়টি জেনে তার নামজারি আবেদন বাতিলের জন্য আবেদন করা হয়।
মোস্তফা তার পৈতৃক ও মায়ের স্বত্ত্বই নয়, ভাই-বোনদের এমনকি নিজের ফুফুদের জমিও অনেক আগেই বিক্রি করে দিয়েছেন। শুধু তাই নয়, নিজের বাস্তুভিটাও বিক্রি করে দিয়েছেন তিনি। বর্তমানে তিনি পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন।
তিনি বলেন, আমি টানা ২১ বছর ধরে শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি। কেউ যদি বলতে পারে, কারো কাছ থেকে একটি টাকা চাঁদা নিয়েছি, তাহলে জীবনে রাজনীতি করবো না।
আওয়ামী লীগ নেতার চাচাতো ভাই মোস্তফা ফকির ওই ঘটনার পর আমার নামে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।