শ্রীপুরে বেতন বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

0
60
 জি নিউজ ডেস্কঃ গাজীপুর- গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুলাইদ এলাকার প্যারাডাইস ইলেক্ট্রনিক্স কারখানার শ্রমিকরা ২ মাসের বেতন, ওভার টাইম ও ঈদ বোনাসের দাবিতে মঙ্গলবার দুপুরে মহাসড়ক অবরোধ করে। পরে শিল্প পুলিশ, মাওনা হাইওয়ে পুলিশ ও শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের আজকের (মঙ্গলবার) মধ্যে বেতন, ওভার টাইম ও ঈদ বোনাস দেওয়ার আশ্বাস দিলে এক ঘণ্টা পর শ্রমিকরা মহাসড়কের অবরোধ উঠিয়ে নেয়। কারখানার জেনারেল ম্যানেজার মশিউর রহমান জানান, ডাচ-বাংলা ব্যাংকের উত্তরা শাখায় কারখানাটির প্রায় দুইশত কর্মকর্তা ও শ্রমিকের বেতন পরিশোধের জন্য টাকা জমা দেওয়া হয়েছে। ব্যাংকের কাজের জটিলতার কারণে তাদের হিসাব নম্বরে ( ব্যাংক একাউন্টে) বেতন পেতে দেরি হচ্ছে। এর আগে সকালে শ্রীপুর পৌর এলাকার ওয়েস্টেরিয়া টেক্সটাইল কারখানার শ্রমিকরা বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় বিক্ষোভ করে। প্রায় আধ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারসেল ও লাঠিচার্জ করে বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন