শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি,যুবকের মৃত্যু
গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কাওছার (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার ৬ অক্টোবর দুপুরে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নিমুরিয়া গ্রামের গাজীপুর-কালিগঞ্জ আঞ্চলিক সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।মৃত কাওছারের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার রগুনাথপুর গ্রামে।
প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মোমেন জানান, আজ সকালে রাস্তার পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে আছে এমন খবরে ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। শ্রীপুর থানা পুলিশ দুপুরে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে বিদ্যুতের খুঁটিতে রড প্রবেশ করানো ছিল। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় তার সাথে থাকা সহযোগীরা তাকে ফেলে চলে গেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থালে বিদ্যুতের খুঁটির ট্রান্সফরমারের তার ছুটানো ছিল। পাশে পড়ে ছিল চুরির কাজে ব্যবহার উপযোগী সেলাইরেঞ্জ ও রশি। এর আগে কাওছারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ট্রান্সফরমার চুরিসহ একাধিক মামলা রয়েছে। প্রথমিকভাবে মনে হচ্ছে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে খুঁটি থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে পরবর্তী আইনহত ব্যবস্থা প্রকৃয়াধীন।