শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে পবিত্র রমজান উপলক্ষে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছেন শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান ওমেদ আলী।
গাজীপুর-৩ আসন থেকে নির্বাচিত সাংসদ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী টুসীর নির্দেশনায় হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছেন। এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও শ্রীপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন সম্পাদক শামিমুল ইসলাম বুলবুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মাজহারুল করিম সহ স্থানিয় নেত্রীবৃন্দ।
আসাদুজ্জামান ওমেদ আলী বলেন, গাজীপুর-৩ আসন থেকে বার বার নির্বাচিত,শ্রীপুর রূপকার প্রয়াত সাবেক এমপি ও মন্ত্রী এ্যাড. মোঃ রহমত আলী সাহেবের সুযোগ্য কন্যা বর্তমান এমপি ও প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী টুসী আপার নির্দেশনায় প্রতিদিন বিকাল ৫ টা থেকে ইফতারের আগ পর্যন্ত ৭নং ওয়ার্ডে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন কার্যক্রত চালিয়ে যাচ্ছি।
আল্লাহ চাহেতু ত্রিশ রমজান পর্যন্ত প্রতিদিন এ কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।