সবাই একা

0
4

সবাই একা
“””””””””””””
এম হায়দার চৌধুরী
৭ ফেব্রুয়ারি ২৪
:::::::::::::::::::::::::;
এ জগতে সবাই একা
মাঝ পথে হলো দেখা।

কিছু স্নেহ, কিছু ভালোবাসা,
বেহায়া বেঁচে থাকার আশা।

অজেয় জীবন সায়াহ্নে,
স্নেহের আশা, অচেনা অরণ্যে।

নিসর্গে একা, স্বর্গেও একা,
অনিত্যে ক্ষণিকের দেখা।

সবাই নিজে বাঁচে, নিজেই মরে,
সৎকর্ম শুধুই সকলের তরে।

জীবনতো হয় না, নিঃশেষ মরণে,
ক্লান্ত পরিশ্রান্ত, এই পার্থিব মহারণে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন