সাভারের আশুলিয়ায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

0
30
জি নিউজ ডেস্কঃ সাভারের আশুলিয়ায় ডাকাতি করতে বাধা দেয়ায় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে ডাকাতরা। আজ রবিবার ভোরে আশুলিয়ার দুর্গাপুর সরকারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আবুল সরকার (৫৫) ওই এলাকার হালিম সরকারের ছেলে।এলাকাবাসী জানান, রবিবার ভোরে একতলা বাড়ির জানালার গ্রিল কেটে ১০-১২ সদস্যের একদল ডাকাত ওই ব্যবসায়ীর বাড়িতে প্রবেশ করে। এ সময় ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে কয়েক ভরি স্বর্ণালঙ্কার ও টাকা লুটপাট করে। এতে বাধা দেওয়ায় ডাকাতরা ওই ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে এবং তার লাইসেন্সকৃত একটি বন্দুক নিয়ে পালিয়ে যায়। সকালে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়।এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক বলেন, হত্যাকারী ডাকাতদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন