সেদিন ঝাঁঝরা হয়ে গিয়েছিল সবকটি পুলিশ ব্যারাক

0
5

সেদিন ঝাঁঝরা হয়ে গিয়েছিল সবকটি পুলিশ ব্যারাক। শহীদের অমিয় সুধা পান করেছিলেন অসংখ্য নির্ভিক দেশপ্রেমিক।
স্বাগতিক বক্তব্য শেষে প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম একটি স্বাধীন-স্বার্বভৌম দেশের জন্য, দেশ স্বাধীন করেছি, আমাদের কাছে এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশ এমনি এমনি স্বাধীন হয়নি। অনেক আন্দোলন, রক্ত এবং ত্যাগের বিনিময়ে এ দেশটি স্বাধীন হয়েছে, আমরা গভীর শ্রদ্ধার সাথে দিনটি স্মরণ করি।
স্বাধীনতা যুদ্ধে পুলিশ বাহিনীর অবদান উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী ২৫শে মার্চ মধ্যরাতে ‘অপারেশন সার্চলাইট’এর নামে রাজারবাগ আক্রমণ করে, পুলিশ বাহিনী তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। লাখ লাখ শহীদের আত্মত্যাগ এবং ২ লাখের অধিক মা-বোনের সম্ভ্রমহানীর বিনিময়ে আজ আমরা স্বাধীন স্বার্বভৌম রাস্ট্র পেয়েছি। বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে চলেছেন। স্বল্প উন্নত দেশ থেকে আজ আমরা উন্নয়নশীল দেশে রুপান্তরিত হয়েছি।
এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আ,লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে হবে,এরজন্য শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে আগামী সাংসদ নির্বাচনে “নৌকা” মার্কায় ভোট দেওয়ার অগ্রিম আহবান জানান। পোর্টথানা কর্তৃক আয়োজিত বিজয় দিবসের বিশাল ঐ আলোচনা সভার আয়োজক কমিটি’র পুলিশ কর্মকর্তা এবং সদস্যদেরকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানান শেখ আফিল উদ্দিন। আলোচনা শেষে সন্ধ্যায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন