সোনারগাঁয়ে কিশোর গ্যাং সুজন বাহিনীর হামলায় আহত-১
প্রতিদিনের মতো সকালে বন্দর থানাদীন লাঙ্গলবন্দ বাজারে যাওয়ার পথে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় পথরোধ করে দুলাল মিয়া (৪০) কে অতর্কিত ভাবে হামলায় চালায় পাশ্ববর্তী এলাকার রব মিয়ার ছেলে সুজন ও তার লোকজন।
আহত দুলাল মিয়া বলেন প্রতিদিন এর মতো আমি দুধ বিক্রি করতে বাজারে যাচ্ছিলাম এমন সময় আমার গতিরোধ করে সুজন ও তার সাথে থাকা লোকজন লোহার রড ও পাইপ নিয়ে এগিয়ে আসে আমি কিছু বুঝে উঠার আগে তারা তাদের হাতে থাকা দেশিও অস্ত্র দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় এক পর্যায়ে আমার ডাক চিৎকারে আশেপাশের লোকজন আসলে তারা আমাকে ফেলে পালিয়ে যায়।পরে এলাকার লোকজন আমাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে আসেন
স্থানীয় সূত্রে জানা যায় কিশোর গ্যাং সুজন’র সাথে মাঝেরচর এলাকার লোকজন পূর্বে একটা ঝগড়া ছিলো এই নিয়ে ইউনিয়ন পরিষদে স্থানীয় ভাবে মিমাংসার কথা থাকলে কিশোর গ্যাং সুজন বাহিনী মানতে নারাজ কিশোর গ্যাং সুজন মাদকাসক্ত ও মাদক ব্যবসা লিপ্ত এছাড়াও স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের উত্ত্যক্ত করতো তাদের কেও বাধা দিলে তারা প্রান নাশের হুমকি মারধর করতো বলে জানায় এলাকাবাসী।