হবিগঞ্জের চুনারুঘাটের বিট অফিস পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

0
18

হবিগঞ্জের চুনারুঘাটের বিট অফিস পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের চুনারুঘাট সংরক্ষিত বন থেকে গাছ কাটতে বাঁধা দেওয়ায় সংরক্ষিত বনাঞ্চলের রেমা বিট অফিস পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এসময় আগুনে পুড়ে আহত হয়েছেন মাহমুদুর রহমান খোকন নামে এক বনকর্মী। খোকন বর্তমানে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে বক্তব্য নিতে গেলে বন কর্মকর্তা খলিলুর রহমান বলেন, গত মঙ্গলবার রেমা সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কাটতে শুরু করে একদল বনদস্যু। এ সময় বনকর্মীরা তাদেরকে বাঁধা দেয়। এক পর্যায়ে বসদস্যুরা ক্ষিপ্ত হয়ে রাত ২টার দিকে বিট অফিসে আগুন লাগিয়ে দেয়। এ সময় বিট অফিসে ঘুমিয়ে থাকা বনকর্মী খোকন আগুন পুড়ে আহত হন। তার একটি হাত আগুনে ঝলসে গেছে। এ ঘনটায় বন বিভাগ বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেছেন।
তবে স্থানীয় লোকজনের সাথে কথা হলে এবিষয়ে বলেন বন বিভাগের লোকজনের নানাবিধ অনিয়ম অসংগতি দুর্নীতি হয়রানি-মূলক মিথ্যে মামলায় অতিষ্ঠ হয়ে বিক্ষুব্ধ জনতা এমন অগ্নিকান্ডের ঘটেছে ঘটিয়েছে।
সংশ্লিষ্টরা বলছে তদন্ত সাপেক্ষে আসল ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন