হবিগঞ্জের পইল সড়কে অস্ত্রের মুখে ২০ লাখ টাকা ছিনিতাই

0
11

হবিগঞ্জের পইল সড়কে অস্ত্রের মুখে ২০ লাখ টাকা ছিনিতাই

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জ শহরতলীর পইল সড়কে অস্ত্রের মুখে জিম্মি করে বিশিষ্ট ঠিকাদার তাজুল ইসলামের কাছ থেকে ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে একদল ছিনতাইকারী। এ ঘটনায় তাজুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, সোমবার সকাল পৌনে ১১টার সময় পইল গ্রামের বিশিষ্ট মুরুব্বি ও ঠিকাদার তাজুল ইসলাম ২০ লাখ টাকা নিয়ে হবিগঞ্জ শহরে আসছিলেন। পথিমধ্যে পইল সড়কের নাজিরপুর এলাকায় পৌঁছা মাত্রই টেনু মিয়াসহ কয়েকজন অজ্ঞাত যুবক তাকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং তার কাছে থাকা ব্যাগে রক্ষিত ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফসহ স্থানীয় গণমাম্য ব্যক্তিবর্গদের বিষয়টি অবগত করা হয়েছে।

এ ঘটনার পর তাজুল ইসলাম বাদী হয়ে পইল গ্রামের টেনু মিয়াকে প্রধান আসামী করে অজ্ঞাত আরো ২ জনকে অভিযুক্ত করে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, অভিযোগের ভিক্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন