হবিগঞ্জের বানিয়াচংয়ে ১১ মাসের শিশু রেখে মায়ের আত্মহত্যা!

0
5

হবিগঞ্জের বানিয়াচংয়ে ১১ মাসের শিশু রেখে মায়ের আত্মহত্যা

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের বানিয়াচংয়ে অভাবের তাড়নায় ১১মাস বয়সের শিশুসন্তান রেখে এক মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বানিয়াচং থানার পশ্চিমের বাড়ীতে (নন্দীপাড়া গ্রাম) এ ঘটনা ঘটে। আত্মহননকারী আঁখি আক্তার (২৫) ওই বাড়ীর মৃত ময়না মিয়ার কন্যা। তার স্বামীর বাড়ী উপজেলা সদরের জাতুকর্ণপাড়া গ্রামে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আঁখির স্বামী অত্যন্ত দরিদ্র মানুষ। সংসারে সবসময় অভাব-অনটন লেগেই ছিল। আঁখির পিতা জীবিত না থাকায় মায়ের সংসারেও অভাব-অনটন ছিল নিত্য দিনের ব্যাপার। সম্প্রতি স্বামীর বাড়ী থেকে আঁখি একমাত্র শিশু সন্তানকে নিয়ে পিত্রালয়ে আসে। অবশেষে মঙ্গলবার সবার অগোচরে শিশুসন্তানকে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন