হবিগঞ্জের বাহুবলে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে ১ জন নিহত

0
22

হবিগঞ্জের বাহুবলে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে ১ জন নিহত

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের বাহুবল উপজেলায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আঃ শহিদ (৫০) নামে ১ ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১০ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার আদিত্যপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে ব্রাজিল সমর্থক টেনু মিয়ার ছেলে মুবাশ্বিরের সাথে আর্জেন্টিনা সমর্থক আঃ শহিদের পুত্র রুখন মিয়ার মধ্যে বাকবিতন্ডা হয় এবং একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ওই ঘটনার জের ধরে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে আবারও মারপিটের ঘটনা ঘটে। এসময় আঃ শহিদ হাওর থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের আতর আলী ও ফজর আলীসহ একদল লোক তাকে মারধর করলে সে গুরুতরভাবে আহত হয়।
পরে স্বজন ও প্রতিবেশীরা আহতাবস্থায় তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আঃ শহিদকে মৃত্যু বলে ঘোষণা করেন।
এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি ) রকিবুল ইসলাম খান বলেন, ইতিমধ্যে আমরা ঘটনার খবর পেয়েছি ব্রাজিল আর্জেন্টিনার খেলা নিয়ে দ্বন্দ্বে একজন একজনের মৃত্যু হয়েছে। বিস্তারিত তদন্ত সাপেক্ষে বলা যাবে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন