হবিগঞ্জের মাধবপুরে অটোরিকশা ছিনতাইকালে আটক-৩

0
3

হবিগঞ্জের মাধবপুরে অটোরিকশা ছিনতাইকালে আটক ৩

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুরে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের সময় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলো, জদীশপুর ইউপির দক্ষিণ বেজুড়া গ্রামের জজ মিয়ার ছেলে মোঃ সামছু মিয়া। নোয়াপাড়া ইউপির ইটাখোলা গ্রামের হারিছ মিয়া ছেলের মোঃ মান্নান মিয়া, ছাতিয়াইন ইউপির মিজান লস্করের ছেলে মোঃ তারেক লস্কর।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত প্রায় সাড়ে ১০ টার দিকে শাহজীবাজার গ্যাস ফিল্ডের মোড় থেকে ছিনতাইকারীরা শাহপুর নতুন বাজারে যাওয়ার কথা বলে অটোরিকশা রিজার্ভ করে। পরে শাহজীবাজারের মমতাজ মাজার এলকায় পৌঁছালে ছিনতাইকারীর ধারালো ছুরি দিয়ে চালককে আঘাত করে রক্তাক্ত জখম করে অটোরিকশা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এসময় চালকের শোর চিৎকারে আশেপাশের মানুষ এসে পুলিশকে সংবাদ দিলে এসআই মানিক ও এএসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ছিনতাইকারীদের গ্রেফতার করতে সক্ষম হয়।

এসময় ছিনতাইকারীদের কাছ থেকে অটোরিকশা ও ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো ২টি ছুরি এবং পাটের সুতলি উদ্ধার করা হয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন