হবিগঞ্জের মাধবপুরে মোটরসাইকেলে বাসা ধাক্কায় একজন নিহত
হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুরে মোটরসাইকেলে বাসের ধাক্কায় ১ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। শুক্রবার (২৭জানুয়ারি) রাত ৯ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুরে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, মাধবপুর থেকে শায়েস্তাগঞ্জগামী একটি মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে মোটরসাইকেলটি রাস্তার পাশে সিটকে পড়ে। এতে মোটর সাইকেল আরোহী আনসার বাহিনীর সদস্য আফসার উদ্দিন (৪৫) ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলের অন্য আরোহী নাজির আহমেদ (৪০) গুরুতর আহত হন। নিহত আফসার উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা গ্রামের সালাহ উদ্দিনের ছেলে। আহত নাজির আহমেদ একই জেলার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর গ্রামের জারু মিয়ার পুত্র। তারা দুজন আনসার বাহিনীতে কর্মরত ছিলেন বলে জানা গেলেও তাদের কর্মস্থল সম্পর্কে জানা যায়নি। মাধবপুর থানা পুলিশ দূর্ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করেছে।