হবিগঞ্জের মাধবপুরে সড়ক দূর্ঘটনায় নিহত দুই
হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে সড়ক দূর্ঘটনায় দুই মোটর সাইকলে আরোহী নিহত হয়েছে।মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করে। নিহতরা হল, উপজেলার বেজুড়া গ্রামের আপ্তাব হোসেনের পুত্র সোহাগ মিয়া
(১৭) ও একই গ্রামের ইমাম হোসেনের পুত্র শুভ মিয়া (১৮)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মাইনুল ইসলাম ভূইয়া জানান, সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মুক্তিযোদ্ধা চত্বরে এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলেকে চাপা দেয়। এতে সোহাগ ও শুভ নামে দুইজন গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করা হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।