হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক
হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুরে গাড়ি চাপায় ১ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বেজুড়া নামক স্থানে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, মাধবপুরের বেজুড়া নামক স্থানে অজ্ঞাত গাড়ীর চাপায় ফজল মিয়া (৫০) গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে উপস্থিত লোকজন ফজল মিয়াকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহতের বড় ভাই সুলেমান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ফজল মিয়া উপজেলার বেজুড়া গ্রামের মৃত তালেব হোসেনের ছেলে।