হবিগঞ্জে জামায়াত-পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া/ আহত-৫

0
13

হবিগঞ্জে জামায়াত-পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া/ আহত ৫

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে জামায়াতের মিছিলে নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে পথচারীসহ অন্তত ৫ জন আহত হয়। ওইসময় শায়েস্তানগর এলাকাজুড়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ দিকবিদিক ছুটাছুটি করতে শুরু করেন। শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, জামায়াত আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি ও ১০ দফা দাবিতে শহরে শায়েস্তানগর থেকে গণমিছিলের আয়োজন করে হবিগঞ্জ জেলা জামায়াত। বিকাল সাড়ে ৪টার সময় জেকে এন্ড এইজকে হাইস্কুল এন্ড কলেজের সামন থেকে হাঠাৎ করে ২০/২৫ নেতাকর্মী চোরাগুপ্তা মিছিল শুরু করে। মিছিলটি শায়েস্তানগর পয়েন্টে পৌছার পুর্বেই একদল পুলিশ সদস্য তাদেরকে ধাওয়া দেয়। এ সময় তারা ব্যানার ফেলে পালিয়ে যায়। তখন তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পথচারী সহ অন্তত ৫ জন আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছলে জামায়াতের নেতাকর্মীরা সটকে পড়ে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা জানান, জামায়াতের নেতকার্মীরা মিছিল দেয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন