হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে মহসিন মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি মাধবপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের গুমটিয়া এলাকার মৃত লাল মিয়ার পুত্র। রবিবার (১০ মার্চ) বেলা ৩টার দিকে সিলেট-আখাউড়া রেলওয়ে সেকশনের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলস্টেশনের নিকট এ ঘটনা ঘটে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
এটিএসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।