হবিগঞ্জে রোদ পোহাতে গিয়ে পিকআপের ধাক্কায় বৃদ্ধা নিহত

0
1

হবিগঞ্জে রোদ পোহাতে গিয়ে পিকআপের ধাক্কায় বৃদ্ধা নিহত

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জ-লাখাই সড়কের লুকড়া এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় রূপ বাহার (৭০) নামের এক বৃদ্ধার মর্মান্থিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে এ দূর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আইয়ূব আলীর স্ত্রী। জানা যায়, ওইদিন তিনি রাস্তার পাশে বসে রোদ পোহাচ্ছিলেন। এ সময় একটি দ্রæতগামী পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে দুপুরের দিকে তার মৃত্যু হয়। সদর থানা পুলিশ লাশের সুরতহাল করে মর্গে প্রেরণ করেছেন। স্থানীয় লোকজন পিকআপসহ চালককে আটক করলে মৃত্যুর খবর শুনার সাথে সাথে চালক কৌশলে পালিয়ে গেলেও পিকআপ আটক রয়েছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন