হবিগঞ্জ জেলাজুড়ে নতুন বই বিতরণ উৎসব !
.
হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জ জেলার নয়টি উপজেলায় বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ ১ জানুয়ারি বছরের প্রথম দিনে এই বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। হবিগঞ্জ শহরের বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ করেন হবিগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহির এমপি।
এদিকে, জেলায় আজ শতভাগ নতুন বই বিতরণ করা সম্ভব হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নতুন বইয়ের ঘাটতি রয়েছে প্রাথমিক স্তরের ২০ শতাংশ এবং মাধ্যমিকে ২৬ শতাংশ। জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলাজুড়ে এবার মাধ্যমিক, দাখিল, এবতেদায়ী, ভোকেশনাল, কারিগরি বোর্ডের শিক্ষার্থীদের জন্য নতুন বইয়ের চাহিদা ৩১ লাখ ২ হাজার ৬৭৯। এর মধ্যে শনিবার বিকেল পর্যন্ত ২১ লাখ ৮৩ হাজার ১৮টি নতুন বই এসে পৌঁছেছে। যা বই বিতরণ প্রাপ্তির সংখ্যা ৭০ শতাংশ। এরমধ্যে মাধ্যমিকে ২২ লাখ ৬৬ হাজার ৬৭টি বইয়ের চাহিদার বিপরীতে পাওয়া গেছে ১৫ লাখ ৫৯ হাজার ৭৩৪টি বই। দাখিলের ৫ লাখ ২৬ হাজার ৪১৩টি বইয়ের চাহিদার বিপরীতে পাওয়া গেছে ৩ লাখ ৬০ হাজার ৩৮০টি বই। এছাড়া এবতেদায়ীর ২ লাখ ৫৬ হাজার ৭২৪টি বইয়ের চাহিদার সকল বই পাওয়া গেছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ বলেন, ‘এবার জেলায় শিক্ষার্থীদের চাহিদানুযায়ী প্রাপ্তির ৮০ শতাংশ নতুন বই বিতরণ করা হবে। ইতিমধ্যে প্রাপ্তির ৭০ শতাংশ বই এসে পৌঁছেছে। সকালে বই উৎসব উদ্বোধনের মধ্যে দিয়ে জেলাজুড়ে বই বিতরন শুরু হয়’।